বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সিন্দুক ভেঙে টাকা চুরির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সদর উপজোর শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল উপশাখাটি বন্ধের পর শনিবার ভোরে বিষয়টি জানাজানি হয়। কর্তৃপক্ষের দাবি, সিন্দুকে প্রায় ১০ লাখ টাকা ছিল।
উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, শাখারিয়া বাজারের পাশে একটি দুই তলা বাড়ি ভাড়া নিয়ে প্রায় দুই বছর আগে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার ব্যাংকে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা রেখে যাওয়া হয়।
তিনি জানান, এই উপশাখায় কোনো নিরাপত্তাকর্মী থাকে না। তবে ইন্স্যুরেন্স করা থাকে।
বাড়ির মালিক আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোরে নামাজের জন্য বের হলে গেটে বাহির থেকে বন্ধ ছিল। পরে ওই বাড়িতে থাকা এনজিওর লোকজনকে জানালে তারা খুলে দেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, সকালে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন দিক নিয়ে তদন্ত শুরু করেছে
Leave a Reply