বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুখের টানে শাকিব খানে তৃতীয় বিয়ে এসো গৌরীপুর গড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বামী-কর্তৃক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে চট্টগ্রাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৬,এর আদালতে স্ত্রীর মামলা আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙে যাক বিএনপির ভেতরে ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী :ওবায়দুল কাদের তীব্র গরমে হার্ট ভালো রাখবেন কীভাবে সালমান খানের বাড়িতে গুলিকাণ্ডে অভিযুক্তের পুলিশি হেফাজতে আত্মহত্যা কলকাতায় বাবার হাতে খুন হলো ছেলে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা বয়কটের মুখে মালয়েশিয়ায় কেএফসির ১০০টিরও বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে অন্তত ৫০ শরণার্থীর মৃত্যু

আমতলীতে ডাকাতি, টাকা ও স্বর্নলঙ্কার লুট, আহত ৭

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪.০৩ পিএম
  • ৬৭ বার পড়া হয়েছে

মল্লিক জামাল:-আমতলীর চালিতাবুনিয়া বাঁশতলা গ্রামে শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বপাশে সোমবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা দেড় লক্ষাধিক টাকা এবং ৩ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়। এবং তাদের হামলায় গৃহকর্তা এবং তার মেয়েসহ ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে রামদার কোপে আহত নুসরাত জাহানকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া বাঁশতলা গ্রামের শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের র্পর্বপাশের বাসিন্দা মৃত ছয়জদ্দিন খলিফার ছেলে ইউসুব জামান খলিফার বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ইউসুব জামান তার দুই মেয়ে নুসরাত জাহান ও তামান্না এবং স্ত্রী ফিরোজা বেগম ও নাতিদের নিয়ে ২ ইউনিটের বাসায় বসবাস করে আসছেন। সোমবার রাত আনুমানিক আড়াইটার সময় ৪-৫ জনের একটি ডাকাত দল সামনের লোহার মুল গেট ও কাঠের দরজা শাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের সকল লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ১লক্ষ ৬৬ হাজার টাকা এবং ৩ভরি স্বর্নলঙ্কার ও ৮টি মোবাইল ফোন লুট করে নেয়। টাকা ও স্বর্ন লুটের সময় গৃহকর্তা ইউসুব জামান ও তার মেয়েরা বাধা দিলে ডাকাতরা তাদের উপর রামদা এবং লোহার রড দিয়ে হামলা করে। হামলায় রামদার এলোপাথারি কোপে নুসরাত জাহান (৩২) মাথা, হাত এবং পায়ে আঘাতের ফলে গুরুতর আহত হন। আহত নুসরাতকে ওই রাতেই মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত অন্যরা হল গৃহকর্তা ইউসুব জামান (৬৬), স্ত্রী ফিরোজা বেগম (৫৫), মেয়ে তামান্না (২৫) তার স্বামী নাদিম হোসেন (৩০) ছোট মেয়ে ইন্নি (১৮) ও নাতি আড়শী (৮) তাদেরকে আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গৃহকর্তা ইউসুব জামান জানান, রাত আনুমানিক আড়াইটার সময় ৪-৫ জনের একটি ডাকাত দল বাড়ির লোহার গেট এবং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমাদের সকলকে জিম্মি করে টাকা স্বর্নলঙ্কার এবং ৮টি মোবাইল সেট নিয়ে যায়। তিনি আরো বলেন, আমাদের উপর হামলার সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
ইউসুব জামান আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়ার বেয়াই এবং বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাডভোকেট আরিফ উল হাসান এর শ্বশুর।
ডাকাতির খবর পেয়ে রাতেই আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু ও সোমবার সকালে ডিবির ওসি মো. বশির আলম ও বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, এখনো কোন মামলা হয়নি। তবে এঘটনার রহস্য উদঘাটন এবং সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com