পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ান ও ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, গ্রেপ্তারের আগে ইমরানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে তাকে এ সাজা দেয়া হয়। এর মানে পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আগামী ৫ বছর রাজনীতি করতে পারবেন না তিনি।
চলতি বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গেছে, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জোট সরকারের অধীনে দেশের অর্থনীতি শোচনীয় হয়ে পড়েছে। এতে ইমরানের জনপ্রিয়তা বাড়ছে। তবে তোশাখানা দুর্নীতি মামলায় সদ্য রায়ে নির্বাচনী মাঠে তার প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়লো।
প্রতিবেদনে জানানো হয়, আপাতত ইমরানকে লাহোরের কোট লতপত জেলে পাঠানো হয়েছে। গত বছর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি। এরপরই তোশাখানা মামলা হয়।
সেসসময় দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে উপহার পাওয়া ঘড়ি ২০ লাখ ডলারে তার কাছে বিক্রি করেছেন ইমরান। ২০১৯ সালে ক্ষমতায় থাকাকালে তাকে সেটি উপহার দেন সৌদি আরবের রাজ পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ বিন সালমান।
ওই অভিযোগে পরিপ্রেক্ষিতে ইমরানকে ৫ বছর নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ করে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত অক্টোবরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানান তিনি। তবে আদালত তা খারিজ করে দেন। পাশাপাশি আদালতের বিচার প্রক্রিয়ার তাকে মুখোমুখি হতে নির্দেশ দেন।
এরপর গত মে মাসে ইসলামাবাদ পুলিশ লাইন্সের বিশেষ আদালত ইমরানকে দোষী সাব্যস্ত করেন। বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে ৭০ বছর বয়সী ক্রিকেটার কাম রাজনীতিকের। ১৯৯২ সালে তার নেতৃত্বেই প্রথমবার বৈশ্বিক মঞ্চে ওয়ানডে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান।
Leave a Reply