কঞ্জন কান্তি চত্রুবর্তী, ঝালকাঠি :ঝালকাঠিতে ভাসমান পেয়ারার হাট পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। পদ্মা সেতুর চালু হওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর পেয়ারার দাম বেশি পেলেও প্রচন্ড তাপদহ ও অনাবৃষ্টির কারনে ফলন কম হওয়ায় হতাশ চাষিরা।
ঝালকাঠি, বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার ৫৫ গ্রামের পেয়ারা বাগানকে ঘিরে ভাসমান পেয়ারার হাট এখন পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। পদ্মা সেতুর কারনে দ্রুত সময়ে দেশ বিদেশের ভ্রমন পিপাসুরা এ হাটে এসে মেতে ওঠেন উল্লাসে। পর্যটকদের আকৃষ্ট করতে গড়ে উঠেছে পেয়ারা পার্ক ও খাবার দোকানসহ বিভিন্ন ক্ষদ্র ব্যবসা প্রতিষ্ঠান।
এই এলাকার হাজার হাজার মানুষের কাছে ‘পেয়ারা’ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও জীবিকার অবলম্বন। আষাঢ়-শ্রাবণের ভরা বর্ষায় এসব এলাকার নদী-খালজুড়ে পেয়ারার সমারোহ। এ বছর বৃষ্টি না হওয়ায় ও তাপদহে পেয়ারার ফলন কিছুটা কম হয়েছে। এতে চাষীরা খরচও তুলতে পারবেন না বলে হতাশা প্রকাশ করেছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝালকাঠি জেলার ১৩ গ্রামে ৩৫০ হেক্টর জমিতে, বরিশাল জেলার বানারীপাড়ার ১৬ গ্রামে ৯৩৭ হেক্টর, স্বরূপকাঠির ২৬ গ্রামের ৬৪৫ হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়। চাষীরা জানান, আবহাওয়ার বিরুপ প্রভাবে অর্ধেকেরও কম ফলন হয়েছে। পেয়ারা গাছে যে পরিমাণ ফুল এসেছিলো এবছর বৃষ্টিপাত না হওয়ায় তা অনেকটাই ঝড়ে গেছে। গাছ পুড়ে গেছে এমন মনে হয়।
পেয়ারা বাজার ভাল হলেও লাভবান হতে পারবেন না বলে জানান চাষীরা। এদিকে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রকৃতি প্রেমীরা প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করার জন্য ভীড় জমাচ্ছেন এই ভাসমান পেয়ারার হাটে।
পাইকার, চাষী ও পর্যটক
কৃষি সম্প্রসারন অধিদপ্তর বলছে, তাপদহ ও অনাবৃষ্টির কারনে পেয়ারার ফলন কম হলেও পদ্মা সেতুর কারনে দাম অনেক বেশি পাচ্ছেন। এতে চাষিরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। এ বছর হেক্টর প্রতি সাড়ে ১১ থেকে ১২ মেট্রিক টন পেয়ারার ফলন হয়েছে। কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ঝালকাঠি।
Leave a Reply