ভারতে পাচারকালে যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর সীমান্ত থেকে তিন কেজি ২৩ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।সোমবার (৫ জুন) সকাল ৯টার দিকে বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী কাবিলপুর ক্লিনিক মোড় এলাকায় গোপনীয়তার সঙ্গে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে এবং নিকটবর্তী আসলে তাদের থামতে বলে। উক্ত ব্যক্তিদ্বয় না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে ধরার চেষ্টা করে।
এসময়ে একজন লোক তার পরিহিত শার্ট ছিড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এবং অন্যজন বাংলাদেশের অভ্যন্তরে কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়।
পরে টহল দল শূন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে কর্দমাক্ত অবস্থায় গামছা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে।
বিজিবি টহল দল গামছাটি তল্লাশি করে তিন কেজি ২৩ গ্রাম ওজনের মোট ২৬টি স্বর্ণের বার পায়। উক্ত বারগুলো গামছার ভিতরে স্কচ স্টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। যার সিজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট. কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে বিজিবি’র টহল জোরদার অবস্থায় রয়েছে। যার কারণে সীমান্তে অজ্ঞাত ও অবৈধভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।
চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে উদ্ধারতকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply