শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইয়্যিদাতুনা হযরত খাদিজাতুল কুবরা আলাইহিহাস সালাম উনার বিছাল শরীফ দিবস নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে  শরীরচর্চা  নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ জিম্মি জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে: ড. হাছান মাহমুদ মাগুরা জেলায় এ বছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে লোহিত সাগরে ইয়েমেনের ৪টি ড্রোন ধ্বংস: যুক্তরাষ্ট্র বিএনপির একান্ত কাম্যই হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল, জনকল্যাণ নয় : সেতু মন্ত্রী আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন বাংলা নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ওয়ানডে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ ৫ অক্টোবর !

  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫.৩২ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

১৩তম ওয়ানডে ৫ বিশ্বকাপের আয়োজক ভারত। এখনও বিশ্বকাপ শুরুর তারিখ চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে পারে আগামী ওয়ানডে বিশ্বকাপ। এমনই প্রতিবেদন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ দলের বিশ্বকাপ আয়োজনের জন্য ১২টি শহরের স্টেডিয়ামের তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪৬ দিনের বিশ^কাপ টুর্নামেন্টে নকআউট পর্বসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে ফাইনাল। তালিকায় থাকা অন্য ভেন্যুগুলো হলো- বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কোলকাতা, লক্ষেèৗ, ইন্দোর, রাজকোট ও মুম্বাই।
কোন ম্যাচ বা অনুশীলনের জন্য কোন কিছুই এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই। ভারতের বিভিন্ন স্থানে বর্ষাকাল নিয়ে জটিলতা থাকায় ভেন্যু চূড়ান্ত করতে দেরি হচ্ছে।
সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এবার সরকারের কাছ থেকে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পেতে দেরি হয়েছে। এর কারণ হল- টুর্নামেন্টের জন্য কর ছাড় এবং পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করা। আইসিসির ইভেন্ট ছাড়া ২০১৩ সালের পর থেকে ভারতের মাটিতে খেলেনি পাকিস্তান ক্রিকেট দল।
দুবাইয়ে গত সপ্তাহে আইসিসির বৈঠকে বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান দলকে সহজেই ভিসা দিবে ভারত সরকার।
আর কর ইস্যু নিয়ে ভারত সরকারের অবস্থান শীঘ্রই আইসিসিকে আপডেট জানাবে বিসিসিআই। কড় ছাড়ের বিষয়টি ২০১৪ সালেই বিসিসিআইয়ের সাথে চুক্তি হয়েছিলো আইসিসির। যখন ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ^কাপ, ২০১৮ চ্যাম্পিয়ন্স ট্রফি (মহামারীর কারণে পরিবর্তিত হয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে) এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। চুক্তি অনুসারে, আইসিসি (টুর্নামেন্টের সাথে জড়িত সকল বাণিজ্যিক অংশীদার) সকল কর মওকুফ করতে সহায়তা করতে ‘বাধ্য’ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com