করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত করোনা শনাক্ত ৬৭ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ২৯ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪১জনের।
বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩৫৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড–১৯। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।
Leave a Reply