আল সামাদ রুবেলঃ মানিক বন্দোপাধ্যায়ের শহরবাসের ইতিকথা উপন্যাসের ছায়া অবলম্বনে এনটিভিতে আজ রাত ৮.২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শহরবাস’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রচার হচ্ছে। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন- রওনক হাসান, ডলি জহুর, গোলাম কিবরিয়া তানভীর, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, সানজিদা প্রীতি, নাবিলা ইসলাম, মাজনুন মিজান, শহীদুল আলম সাচ্চু ,বিজরী বরকতউল্লাহ, মায়াবি মায়া প্রমূখ। এই ধারাবাহিকের গল্প মূলত: দুই বন্ধু ও তাদের পরিবারকে কেন্দ্র করে। মা আমেনা, স্ত্রী লাবনী, ভাই রাহীকে নিয়ে এক বন্ধু মোহনের পরিবার। অন্যদিকে বাবা সাইফ, স্ত্রী সন্ধ্যা ও বোন ঝিনুককে নিয়ে অন্য বন্ধু চন্দনের পরিবার। মোহনের পরিবারের সঙ্গে জড়িয়ে আছে তমিজ ও তার স্ত্রী কমলা এবং সুরত আলিও। মোহন, চন্দন, সন্ধ্যা একসঙ্গে পড়াশোনা করতো। সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব ছাড়াও একটা অন্য সম্পর্ক গড়ে উঠে। মোহন গ্রামে বেড়ে উঠা ছেলে, শহরে পড়তে আসে। চন্দন শহরে বেড়ে উঠা। মোহন পড়াশোনা শেষ করে গ্রামেই ফিরে যায়। অনেক সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও। সেই কারণে কোন এক সময় কোন এক ঘটনায় চন্দন মোহনকে বলেছিল, তার শহরে বসবাস করার কোন যােগ্যতা নেই। এই কথা মোহনকে প্রভাবিত করে শহরে এসে নিজেকে শহরের বসবাস করার যোগ্য প্রমাণ করার। কিন্তু মোহনের মা আমেনা বেগম কোনভাবেই তার স্বামীর ভিটা সম্পত্তি ছেড়ে শহওে বসবাস করতে রাজি না। মোহন তার মাকে রাজি করায়, তাবে মায়ের বিভিন্ন শর্ত মেনে নিয়ে। অবশেষে মোহন তার পরিবার নিয়ে শহরে আসে। কিন্তু এটা সহজভাবে নেয় না চন্দন। সেটা মোহনকে বুঝতে না দিলেও তার স্ত্রী সন্ধ্যা বুঝতে পারে। এভাবেই শুরু হয় গল্পের সংঘাত, দ্বন্দ, প্রেম, ভালোবাসা, টানাপোড়েন।
Leave a Reply