বিশ্বকাপের দল দিয়েছে পোল্যান্ড। খুব স্বাভাবিকভাবেই দলটির নেতৃত্বে রাখা হয়েছে রবার্ট লেভানডফস্কিকে।
বিশ্বকাপে পোল্যান্ড নিয়মিত দল নয়। এই শতাব্দীতে তিনটি আসরে তারা ছিল দর্শক সারিতে। তবে আশার কথা হচ্ছে, এনিয়ে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে পোল্যান্ড। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও অংশ নিয়েছিল তারা। পোলিশদের স্বপ্নের মঞ্চের টিকিট এনে দিয়েছিলেন লেভানডফস্কি।
এবারো দলটি যে কাতারের টিকিট কেটেছে সেটার আসল নায়ক ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তার নেতৃত্বে গত আসরেও খেলেছিল পোল্যান্ড। কিন্তু তাদের ফেরাটা স্মরণীয় হয়নি। তলানিতে থেকে গ্রুপপর্ব শেষ করে বাড়ি ফিরেছিলেন লেভারা। এবার অন্তত নক আউট পর্বের আশা তাদের।
বিশ্বকাপের পোল্যান্ড দল
গোলরক্ষক: বার্তলেমিজ ড্রাগফস্কি, লুকাস স্কোরপস্কি, ওজচিচ সেজেসনি।
ডিফেন্ডার: ইয়ান বেদনারেক, বার্তোজ বেরেসজিফস্কি, ম্যাটি ক্যাশ, কামিল গ্লিক, রবার্ট গামানি, আর্তুর জেদ্রেকফস্কি, জ্যাকুব কিফিয়র, মাতেউস ভিতেস্কা, নিকোলা জালেফস্কি।
মিডফিল্ডার: ক্রিস্টিয়ান বিলিক, প্রেজমিসল, ফ্রাঙ্কোফস্কি, কামিল গ্রোসিকি, জ্যাকুব কামিনস্কি, গ্রেজার্জ ক্রিচোফিয়াক, মিকাল স্কোরাস, ড্যামিয়েন সিমানস্কি, সেবাস্টেইন সিমমানস্কি, পিওতর জেলেনস্কি, সিমন জার্কোফস্কি।
ফরওয়ার্ড: রবার্ট লেভানডফস্কি, আর্কাদিউজ মিলিক, ক্রিজটফ পিয়াতেক, ক্যারোল সুডারস্কি।
Leave a Reply