আল সামাদ রুবেলঃ দেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান ‘এসএসবি লেদার’। আজ শুক্রবার সারাদিন এসএসবি লেদারের অনলাইনে চলছে জুতা, ব্যাগ, বেল্টসহ সকল পণ্যের উপর দারুণ অফার।
এসএসবি লেদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্লাক ফ্রাইডে উপলক্ষে গতকাল রাত ১২ টার পর থেকে জনপ্রিয় লেদার ব্রান্ড এসএসবি লেদারের অনলাইনে এবং বনানী শাখায় একযোগে সকল পণ্যের উপর ৬০% পর্যন্ত মূল্যছাড় চলবে।
বনানী শোরুমে বিভিন্ন ডিজাইনের ১০০% খাটি লেদার ব্যাগ, জ্যাকেট, মানিব্যাগ ও সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা রয়েছে। এছাড়াও নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এই আউটলেটটিতে প্রথম ৭ দিনের জন্যে যে কোন কেনাকাটায় থাকছে ১০% থেকে ৪০% পর্যন্ত ছাড়।
Leave a Reply