কাজী রুবেলঃ সরকার ঘোষিত প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য পদ্মা মেঘনা নদীতে সরকারের দেয়া ২২ দিনের কর্মসূচি মানছেনা অনেক জেলেই। পদ্মা মেঘনা নদীতে নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের পরও জেলেরা লুকিয়ে লুকিয়ে ধরছে ইলিশ মাছ।
সোমবার ভোর থেকে পদ্মা মেঘনা নদীর ষাটনল থেকে দক্ষিণে চরভৈরবী পর্যন্ত প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌ পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি দল একাধিক অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে সরকারি নির্দেশ অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৫৫ জন জেলেকে গ্রেফতার করে ৪০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়াও অভিযানে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ইঞ্জিনচালিত ৬ টি মাছ ধরার ট্রলার এবং ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সুত্রে জানা যায় পদ্মা মেঘনা নদীর বিভিন্ন অংশে জেলেরা সরকারি নির্দেশনা অমান্য করে লুকিয়ে লুকিয়ে মাছ ধরছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উপস্থিতি টের পেলে জেলেরা জাল ফেলে পালিয়ে যাচ্ছে।
পদ্মা মেঘনা নদী এলাকার় স্থানীয়রা বলছেন সরকার মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের যে কর্মসূচি দিয়েছেন তাতে নৌ পুলিশ,কোস্টগার্ড,জেলা পুলিশ এবং মৎস্য বিভাগ এর একে অপরের সঙ্গে কোনো ধরনের সমন্বয় নেই এবং প্রশাসনের সমন্বয়হীনতা কারণেই জেলেরা সুযোগ বুঝে মাছ ধরছে।
Leave a Reply