আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ। চট্টগ্রামেই সবগুলো ম্যাচ। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে দুটি পরিবর্তন এনে উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাস ফিরেছেন। বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
সাইডস্ট্রেইনের কারণে এশিয়া কাপের শেষদিকে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে পারেননি লিটন দাস। একই কারণে ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও।
সাইফউদ্দিনের বাদ পড়ার ব্যাখ্যা বিসিবির বিবৃতিতে নেই। তবে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন আছে ক্রিকেটপাড়ায়। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচটিতে সুযোগ পেয়ে ব্যাট হাতে ৪ রান আর বোলিংয়ে ৩৭ রানে ১ উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে খেলেছেন। প্রথমটিতে ব্যাট হাতে ৪ রান আর বল হাতে ২২ রান দিয়েও উইকেটশূন্য। পরের ম্যাচে ব্যাটিংয়ে নামা হয়নি, তবে বল হাতে ভালো করেছেন – ১৫ রানে ৩ উইকেট।
উইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম,
Leave a Reply