শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে যৌথবাহিনী।
এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাতের ইশারায় থামায় একদল ব্যক্তি। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান। এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেজর সাহিদ আহসান ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে চাঁদা চাওয়ার পরও চাঁদা না পাওয়ায় বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটায় নেসার উদ্দিন ও পিচ্চি মিন্টু।
তাদের ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে তিনি আরও জানান, সেটি পলাতক পিচ্চি পিন্টুর কাছে রয়েছে। পিচ্চি মিন্টু মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং লিডার।
এদিকে নেসারের একটি অডিওতে কিলার আব্বাসের নাম উঠে আসলেও সেনাবাহিনীর কাছে কোনো সদুত্তর দিতে পারেনি নেসার। শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের সম্পৃক্ততা এখনও নিশ্চিত নয়।
Leave a Reply