মিঞা মন্জুরুল আলম রানাঃ-নরসিংদী শহর অটোরিক্সার শহরে পরিনিত হচ্ছে। পরিসংখ্যান থেকে ধারনা করা যায় যে শুধু মাত্র নরসিংদী পৌরসভার ১০৪.৭০ কিঃ মিঃ রাস্তায় প্রতিদিন প্রায় বিশ হাজারেরও বেশী অটো চলাচল করছে,এদের অধিকাংশ মানছেনা সঠিক ট্রাফিক আইন।
এই সকল অটোরিক্সার কোন বৈধতা নাই তার উপর অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালক দ্বারা বীর দর্পে পুড়ো শহরের অলিগলি পাড়া মহল্লা এমনকি মহাসড়কগুলোতেও এই সকল যান ঘুরে বেড়াচ্ছে নিয়ন্ত্রনহিন ভাবে।
অনিয়ন্ত্রিত গতিবেগে চলাচল কারী এই অটোযানগুলো প্রায়ই সাধারন মানুষের মিত্যুরকারন ও আজীবন পঙ্গুত্তের কারন হচ্ছে। অধিকাংশ অটোড্রাইভার অদক্ষ এবং অপ্রপ্ত বয়স্ক হবার কারনে সড়কে দুর্ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।
সরকারী ভাবে এসব যানের বৈধতা না থাকলেও শহরের কিছু পয়েন্টে দশটাকা হারে চাঁদা দিয়ে পুরোশহর চলাচল করছে বেপোয়ারা ভাবে। এই সকল অটোড্রাইভার যাত্রিদের কাছ থেকে তাদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। ভাড়া আদায়ে কোন নিয়মনিতির তোয়াক্কা তারা করছেন না।
শহরের বেশ কিছু গুরুত্ব পুর্ন পয়েন্ট সদর হাসপাতাল গেট, পৌরসভার মোড়, উপজেলার মোড়,বড় বাজার এলাকায় এই সমস্ত অটোযান গুলো এলো মেলো ভাবে
প্রতিনিয়ত পার্কিং করে রাখা হয় । যার ফলে এইসকল গুরুত্বপুর্ন রাস্তাগুলো সব সময় যানযট এর সৃষ্টি হয়ে চলাচলে মারাত্বক দুভোগ এর স্বিকার হচ্ছে পথযাত্রিরা । বেশ কিছু পথযাত্রি দের সাথে আলাপে যানা যায় যে এখুনি যদি এই অবৈধ অটোর লাগাম টেনে না ধরা হয় তাদের কে যদি কোন নিয়ম নিতির আওতায় আনা না হয়ে থাকে। তাহলে এর ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে বলে আশংকা রয়েছে।
Leave a Reply