শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

এই সরকারের টপটেন মেগা প্রজেক্টের বিস্তারিত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরছেন জাতীয় সাংবাদিক সংস্থা

  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১০.৩৬ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ নিজস্ব সংবাদদাতা : বর্তমান সরকার বহু মেগা প্রজেক্টের কাজ অনেক আগেই শুরু করেছেন। পেপারসফট পাবলিকেশন্স এর প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব এ বি এম সোবহান হাওলাদার চিন্তা করলেন এগুলো কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। যেই কথা সেই কাজ। জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম সাহেবের সঙ্গে মতবিনিময় করেন,পদক্ষেপটি সুন্দর মন্তব্য করায় সঙ্গে সঙ্গে তৈরি করলেন সরকারের টপটেন মেগা প্রজেক্ট যথাক্রমে পদ্মা ব্রিজ, রুপপুর পারমাণবিক পাওয়ার প্লান্ট, পায়রা সী পোর্ট, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি আল্ট্রা সুপাার পাওয়ার প্লান্ট, এলএনজি টার্মিনাল, রামপাল পাওয়ার স্টেশন, ঢাকা মেট্রো রেল, পদ্মা ব্রিজ রেল লিংক, দোহাজারি-কক্সবাজার রেল লাইন’র , উপর এক্সারসাইজ খাতার কভার। সামনে প্রজেক্টের ছবি এবং পিছনে বিস্তারিত বর্ণনা। এরমধ্যে পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে এবং কিছু আছে ট্রায়াল রানে। বাকিগুলোর অধিকাংশই এবছরই উদ্বোধন হবে। এই তথ্যবহুল কভারের খাতাগুলো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। শিক্ষার্থীরা প্রজেক্টের নাম উল্লেখ করে লাইব্রেরি থেকে ক্রয় করে। বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলার প্রত্যন্ত অঞ্চলে এই কভারের খাতাগুলো পৌঁছাতে সক্ষম হয়েছে পেপারসফট পাবলিকেশন। যারফলে গ্রামাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরাও টপটেন মেগা প্রজেক্ট সম্পর্কে কিছুটা হলেও জানে। ১৭ কোটি লোককে জানাতে হলে প্রয়োজন সবার সহযোগিতা। এভাবে মিডিয়া , দলীয় নেতা-কর্মীরা যদি প্রত্যেকে জানানোর চেষ্টা করতেন তাহলে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র প্রত্যেকের তাছে পৌঁছে যেতো। কতটুকু পেরেছি তা হিসেবের বিষয়। তবে নেতা – কর্মীরা আত্মতুষ্টিতে ভুগে প্রচার বিমুখ হলে চলবে না। মনে রাখতে হবে প্রচারেই প্রসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com