নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ১১ নং ইউনিয়ন থেকে রিয়াজ নামে ১২ বছরের শিশু নিখোঁজ হয়েছে বলে জানান রিয়াজের মা।নিখোঁজ রিয়াজের( বয়স ১২ বছর) পিতা মোঃ হোসেন, বর্তমান ঠিকানা পাহাড় তলী বাইন্যা পাড়া চট্টগ্রাম গতকাল ১১/ফেব্রুয়ারি আনুমানিক বিকেল ৪ টার পর থেকে রিয়াজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ রিয়াজ এর ব্যাপারে পাহাড়তলী থানায় একটি নিখোঁজ জিডি করেন তার পরিবার জিডি নং ৭১৮,নিখোঁজ রিয়াজ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাঝে মাঝে কথা বলেন, নাম ঠিকানাও সবকিছু বলতে পারেন,কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে দয়া করে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ০১৮৫৭৮৫০৭৩৩,
নিখোঁজের একদিন পর এই ০১৮৮৯৮৫০১৪৭ নাম্বার থেকে রিয়াজের মা-বাবার কাছে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে একে খান মোড়ে দেখা করতে বলেন,সাথে রিয়াজকে নিয়ে যাওয়ার কথাও বলেন,পরে ঐনাম্বারে ফোন করলে ফোনটি আর রিসিভ করে নাই। রিয়াজ নিখোঁজ এর বিষয়টি থানা সহ প্রশাসনিক সকল দপ্তরে অবগত করা হলে,তারা এব্যাপারে আমাদেরকে আইনি সহযোগিতা করার আশ্বাস দেন।
Leave a Reply