লাল তীর সীড লিমিটেড কর্তৃক আয়োজিত, জামালপুরে বকশিগ্ন্জে লাল তীর হাইব্রিড জাতের পেঁয়াজের প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেড এর পি ডি এস কোর্ডিনেটর কৃষিবিদ মো:নাসিম আকবর ,এবং ডিভিশনাল ম্যানেজার, কৃষিবিদ মোঃ খায়রুল আনম,
উক্ত অনুষ্ঠানে কৃষকদের উন্মুক্ত আলোচনা সময় লাল তীর হাইব্রিড জাতের পেঁয়াজ চাষিরা বলেন।
এইবার এই প্রথম তারা লাল তীর এর হাইব্রিড পেঁয়াজ চাষ করেছেন । তারা আরো বলেন অন্যান্য জাতের চাইতে লাল তীর হাইব্রিড জাতের পেঁয়াজের দি গুন ফলন পেয়েছেন। লাল তীর হাইব্রিড জাতের পেঁয়াজ বিঘা প্রতি ফলন পেয়েছেন নব্বই থেকে একশত মন পর্যন্ত ।
Leave a Reply