১/ দুঃখ মানুষের প্রতিটা সময়ে পাশে থাকে। কিন্তু সে উদয় তার নির্দিষ্ট সময়ে-স্বপন
২/ পৃথিবীতে যে ব্যক্তি তার বন্ধুকে পারসোনাল ভাবে সবচেয়ে বেশি ভালোবাসে,ভালোবাসা পাওয়া সেই বন্ধু সবসময় ভাবে সে আমার কাছে ব্যক্তিগতভাবে ধরা আছে,বন্ধু এটাই পৃথিবী-স্বপন
৩/ পৃথিবীতে তোমরা যাদেরকে পাগল বলো,আসল সে পাগল না। পাগল হওয়া মুখের কথা নয় এবং সহজে ব্যাপার নয়,আসল পাগল তাকেই বলে যে পৃথিবীর মায়া ছেড়ে দিল ওপারে মায়া জড়িয়ে নিল-স্বপন
৪/ পৃথিবীতে যে স্ত্রীকে প্রকৃতভাবে ভালোবাসতে পারল না,সে যেন ভালোবাসা কি জিনিস অনুভব করতে পারল না- স্বপন
৫/ বন্ধুত্বের দুর্বলতাকে কখনো অবহেলা করো না কারণ তার মুখ দিয়ে এমন সময় এমন কথা বের হয়ে যেতে পারে যা তোমার জন্য অনেক বড় উপকার হয়ে যেতে পারে,যা তোমার সবল বন্ধুদের সম্ভব ছিল না-স্বপন
৬/ তুমি আমাকে নিয়ে যা ভাবতেছো হয়তো আমি তা না। আমি তোমাকে নিয়ে যা ভাবতেছি হয়তো তুমি তা না,এ কারণেই আমাদের মাঝে পরিপূর্ণ কিছু হলো না- স্বপন
Leave a Reply