মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড ব্যারিস্টার কলেজ মেইন রোড রাস্তার উপরে খুশি নামে(২৪)বছরের এক নারী বিষ খেয়ে আত্নহত্যা করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ঐ এলাকার জনসাধারণরা।
১৮মে বুধবার সকাল সাড়ে ১০টার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিষ খাওয়ার ব্যাপারে ঐ এলাকার জনসাধারণরা বলেন,এই মহিলা হঠাৎ করে রাস্তার উপরে গড়াগড়ি করতেছে পরে দেখি ওনার হাতে একটা বোতল,বোতলের ভিতরে কি জানি সাদা দেখা যায়,একটু নাকের কাছে নিয়ে দেখি এটা বিষের গন্ধ এবং মেয়েটি বলে আমি বিষ খেয়ে ফেলছি তবে কেন সে বিষ খেয়েছে তা এখনো আমরা জানতে পারিনি।
তিনি বলেন,ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনা ঘটার পরপরই দুইজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সাথে আর ও একটি মেয়ে ছিল,ঐ দুই সাংবাদিক সাথে সাথে ইপিজেড থানার ওসিকে ফোন করেন,ফোন করার একটু পরেই এস আই শরিফুল ইসলাম এসে দুই সাংবাদিকের সহযোগিতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সুচিকিৎসার জন্য।
তিনি বলেন,এই মহিলার বিপদের কথা শোনার পরে ও তার স্বামী বা পরিবারের কেউ ছুটে আসেনি ,তবে ছুটে এসেছিল দুই সাংবাদিক,পরে ঐ দুই সাংবাদিক মহিলাটাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি বলেন, তিন চার ঘন্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকার পর ঐ দুই সাংবাদিক মহিলাটাকে পুলিশ ফারির কাছে হস্তক্ষেপ করে ঐ দুই সাংবাদিক চলে আসেন,আসার এক ঘন্টা পরে ঐ মহিলার বড়বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন এবং রোগীর বড়বোন বলেন আমি আমার বোনকে বুঝিয়ে পাইছি বলে জানান রোগীর বড়বোন।
Leave a Reply