লাল তীর সীড লিমিটেড এর ডায়না জাতের লাও চাষ করে আশুলিয়ার বনগাঁ গ্রামের কৃষকদের ভাগ্য খুলছে, সাভার এবং ধামরাই এর কৃষকেরা সরাসরি ঢাকার পাইকারি বাজারে প্রতি পিচ লাও পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে বিক্রি করছে, এই অঞ্চলের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, লাল তীর সীড লিমিটেড গুন গত মানের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করে বলে কৃষকেরা ভালো ফলস উৎপাদন করতে পারে, তাই কৃষকে একমাত্র আস্তা লাল তীর।
Leave a Reply