মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি: গতকয়েক দিন থেকে দেশের কাঁচা বাজারে সকল জিনিস পত্রের দ্বিগুন থেকে ৩গুন দামে দিশেহারা জনগণ। নিত্যপন্যের দামে নিন্ম-মধ্যবিত্তরা খুব কঠিন সময় পার করছেন বলে একাধিক ভোক্তভুগি জানিয়েছেন।
সয়াবিন তেল – ৭২৮ টাকা ( ৫ লিটার ) ব্রয়লার সোনালী মুরগি – ৩০০ টাকা (কেজি) গরুর মাংশ – ৬০০ টাকা (কেজি) ডিম ১১০-১১৫ টাকা ( ডজন ) কাচকি মাছ – ৪৫০-৫০০ টাকা ( কেজি) রুই – ২৮০-৩০০/৩২০ টাকা ( কেজি, মিডিয়াম সাইজ ) পেয়াজ- ৬৮-৭০ টাকা কেজি টমেটো ১৫০ টাকা কেজি পেঁপে ৩০ টাকা কেজি ঢেরশ ৬০-৭০ টাকা কেজি শিম ১৩০ টাকা কেজি পটল ৬০ টাকা কেজি বেগুন, সবুজ ৭০ টাকা কেজি চিচিঙ্গা ৬০ টাকা কেজি ঝিঙা ৬৫-৭০ টাকা কেজি কাঁচা মরিচ ২২০ টাকা কেজি।
Leave a Reply