দা এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি: জাতীয় ফল কাঁঠাল।কাঁঠাল গাছে ভালোবাসার প্রতীকি রুপে কাঁঠাল ধরে আছে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। স্থানীয় ও পারিবারিক সৃত্রে জানা যায় -কুমিল্লা দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের জেলা উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়ার বাড়ির আঙ্গিনার সাউথ হেভেন বাসভবনের সামনে একটি কাঠাল গাছে হৃদয় ভালোবাসার আকৃতির বিরল একটি কাঁঠাল ধরে ঝুলে আছে। এবছর ওই কাঠাল গাছে প্রতীকি কাঠালটি ছাড়া আরোও সাত টি কাঁঠাল ধরেছে বলে জানা যায়।
তিনি আরোও জানান- প্রায় ছয় বছর আগে বোরহান উদ্দিন’র মা মৃত. ইরনের নেছা খুব সখ করে ওই কাঁঠাল গাছটি লাগিয়েছিলন। তার মায়ের হাতের লাগানো কাঠাল গাছটিতে বিশ্ব ভালেবাসার প্রতীকী কাঁঠালটি উল্টো পিরামীডে দেখতে সম্পূর্ণ ‘লাভ’ ভালোবাসার প্রতীকী রুপে দেখা যায়, যা দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছে নতুন প্রজন্মের তরুন তরুণীরা। তবে ওই আঙ্গিনায় কাঠালগাছ সহ-আম, পেয়ারা, জামরুল, জাম বরই, নারিকেল সহ নানান ফলজ বৃক্ষের গাছ লাগি সুন্দর প্রকৃতির পরিবেশ তৈরি করায় এলাকাবাসী খুবই আনন্দিত।
Leave a Reply