শীত মানেই পাতা ঝরা, বিষণ্নতার গল্প। কিন্তু শীতেই থাকতে হবে হাসিখুশী। আপনাকে মেতে উঠতে হবে শীতকালীন সব উৎসবে। তাই এবার ক্যাটস আই আপনার শীতকে আরও উৎসবমুখর করার প্রত্যয়ে কাজ শুরু করেছে।
কিছু প্যালেট ও প্যাটার্ন বদলে নিত্যদিনের পোশাককে করেছে গর্জিয়াস। এবার থাকছে ট্রেন্ডি জ্যাকেট, ফরমাল স্যুট, ব্লেজার, ট্রাউজার এবং সোয়েটারের ডিজাইন লাইনআপ। ডিজাইন এবং প্যাটার্নে থাকছে বৈচিত্র্য।
ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই এ লাইন প্যাটার্নে গর্জিয়াস সান্ধ্যকালীন শেরওয়ানী তৈরি করেছে, ফিটিংসও থাকছে সমকালীন ট্রেন্ড নির্ভর। কাপড় ভিন্নতার আরামদায়ক ফরমাল ও ক্যাজুয়াল স্যুটও থাকছে শীতের উপযোগী এবং প্রিমিয়াম কোয়ালিটির। শীতের লেয়ারিং ফ্যাশনে দ্যূতি ছড়াবে ক্যাটস আইয়ের শীত পোশাকগুলো।
দাম সাশ্রয়ী ও উন্নতমানের কাপড়ে টেইলারিংয়ে বিশেষত্ত্ব দাবি নিয়ে কাজ করছে ক্যাটস আই। অনলাইনে, ফেসবুক পেইজেও পাবেন কেনাকাটার সুযোগ
Leave a Reply