বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষ শেষ করা বিবিএর ছাত্র সোলায়মান অপু দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছেন। এই জটিল রোগের নাম বুড চিয়ারি সিনড্রোম (BUDD CHIARI SYNDROME) যেটা প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ১ জনের হয়ে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুব দ্রুত অপারেশনের মাধ্যমে লিভারে ব্লাড টিউব বসাতে হবে।
নইলে বাঁচার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অপারেশন করতে হলে প্রয়োজন ৩০ লাখ টাকা । দরিদ্র বাবা হোসাইন আহমেদ ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। সহৃদয়বান ব্যক্তিবর্গের কাছে মানবিক সাহায্যের আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। যার যা তৌফিক অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একজন দরিদ্র মেধাবী ছাত্রকে বাঁচাতে এগিয়ে আসার বিনীত অনুরোধ রইলো।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ সোলায়মান অপু (সরাসরি রোগী) বিকাশ নং ০১৭২৬৩৬৮৭১৩. মোঃ সোলায়মান অপু একাউন্ট নং ০২১১৩৪০০৯১০২৪. সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ধানমন্ডি শাখা।
Leave a Reply