মোঃ মনসুর আলী, রুহিয়া,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলায় শুরু হয়েছে ঝড়েও হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টি।একদিকে মানুষ ঘর বন্ধি হয়ে পড়েছে মানুষ অন্য দিকে কৃষকদের মাথা হাত।ঘন বৃষ্টি হওয়ার কারনে ফসলের রোগ বালাই বেশি।
এলাকার কৃষি কমকর্তারা বলেন এই ঝড়ে হাওয়া ফলে আমন ধানে প্রচণ্ড ভাবে ক্ষতি হইতেছে।কারন মাঠের মধ্যে অনেক ধান বাহির হয়েছে আর এই ঝড়েও হাওয়ার ফলে ধানের শীর্ষে ফুল গুলো ঝড়ে পড়ে এতে করে এগুলো পাতনায় পরিনত হয়।
আর এই ঝড়েও হাওয়ার ফলে ধানের মধ্যে চিঠা রং ধারন করবে।তাই উওর অঞ্চলে এবার উৎপাদন ব্যহত হতে পারে বলে কৃষি কর্মকর্তাদের ধারনা।
Leave a Reply