গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে পানি বাড়ছে। ভারতের আসাম ও মেঘালয় হয়ে উৎপত্তি হয়ে পঞ্চগড় দিয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা হয়ে টাঙ্গন নদী ভারতে প্রবেশ করেছে বলে জানা যায়।
বর্তমানে বাংলাদেশের উত্তর বঙ্গের পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী,কুলিক নদী ও নাগর নদীতে পানি বেড়ে উঠেছে।
এদিকে নদী এলাকায় বসবাসকারী বাসিন্দারা ভয়ে আতঙ্কিত রয়েছেন।এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর তীরে শাগুনি শালবনে ঘুরতে আাসা কয়েক জন পর্যটকের সাথে কথা হলে তিনারা বলেন নদী এলাকায় বসবাস খুব ভয়াবহ আশাঢ়, শ্রাবণ,ভাদ্র মাস কারণ এই কয়েক মাসেই সাধারণত বেশি বৃষ্টি পাত হয়।তবে হালকা বৃষ্টি হলে কোন সমস্যা নেই তবে ভারী বর্ষন হলে বন্যার ভয়াবহতা থাকে বলে সাংবাদিক কে জানান।
Leave a Reply