শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন আটক কুকি-চিনের ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সয়াবিনের খোলা তেলের দাম কমলেও বেড়েছে বোতলজাত তেলের দাম দেশে স্বর্ণের দাম বাড়লো ২৫ এপ্রিল থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা এপ্রিল জুড়েই তাপমাত্রার আধিক্য থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিএনপির নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের এমপি খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে মিজানুর রহমান মিলু ভাঙ্গা খাঁ ইউনিয়নবাসীর সেবক হতে চান পাপমোচনের আশায় ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব পালিত

করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের ফুসফুসের ক্ষতি হতে পারে

  • আপডেট সময় বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৬.১১ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের ফুসফুসের ক্ষতি হতে পারে বলে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। ব্রিটিশ ম্যাগাজিন ফারমা টাইমসের অনলাইন সংস্করণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার বরাতে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে ১৯ থেকে ৬৯ বছর বয়সী ১০ জন করোনা রোগীর ওপর চালানো ওই গবেষণায় সুস্থ হয়ে ওঠার তিন মাসের মধ্যে এসকল রোগীদের ফুসফুসের ক্ষতি হওয়ার এই স্পষ্ট চিত্র পাওয়া গেছে। এই ক্ষতি দীর্ঘমেয়াদি হতে পারে বলে দাবি করে গবেষকরা বলেছেন করোনা রোগীদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় সেটা আগেই তাঁদের ধারনায় ছিল কিন্তু গবেষণায় এর মাত্রার যে ব্যাপকতা ধরা পড়েছে তা তাঁরা আগে ভাবেননি।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে এর ক্ষতিকারক দিকগুলো আস্তে আস্তে যখন বিভিন্ন গবেষণায় প্রকাশ পাচ্ছে তখন করোনার ভ্যাকসিনকেই বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ এ থেকে পরিত্রাণের একমাত্র অবলম্বন হিসেবে দেখছেন। মানবজাতির মনে আশা জাগানিয়া এই করোনা ভ্যাকসিনও এখন মানুষ আবিষ্কার করেছে। কয়েকটি পশ্চিমা দেশে চলতি ডিসেম্বর মাসেই করোনার ভ্যাকসিনের প্রয়োগ শুরু হওয়ার পথে থাকলেও বাংলাদেশ তথা বিশ্বের সিংহভাগ দেশে শীঘ্রই এর প্রাপ্যতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই অক্সফোর্ড এর করোনা ভ্যাকসিনের তিন কোটি ডোজের জন্য চুক্তি করলেও তা পরীক্ষা-নিরীক্ষার বেড়াজাল পেরিয়ে কবে নাগাদ পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে আশার বাণী শুনিয়ে বলেছেন আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ দেশে করোনার ভ্যাকসিন এসে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com