শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইয়্যিদাতুনা হযরত খাদিজাতুল কুবরা আলাইহিহাস সালাম উনার বিছাল শরীফ দিবস নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে  শরীরচর্চা  নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ জিম্মি জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে: ড. হাছান মাহমুদ মাগুরা জেলায় এ বছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে লোহিত সাগরে ইয়েমেনের ৪টি ড্রোন ধ্বংস: যুক্তরাষ্ট্র বিএনপির একান্ত কাম্যই হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল, জনকল্যাণ নয় : সেতু মন্ত্রী আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন বাংলা নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

গুলশান কার্যালয়ের বাইরে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ভেতরে সাক্ষাৎকার,

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৮.২২ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনসহ চার সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী নির্ধারণে সাক্ষাৎকার গ্রহণ চলছে রাজধানীর গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে।

ভেতরে প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার চললেও বাইরে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক কফিলউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

আজ শনিবার বিকেল ৫টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ সাক্ষাৎকার শুরু হয়। তবে প্রার্থী ও তাদের সমর্থকরা দুপুরের পর থেকেই গুলশান এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা নিজ নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনাও বাড়তে থাকে। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

বিকেল ৫টার আগে শুরু হওয়া এ সংঘর্ষ দীর্ঘ সময়ে চলে থেমে থেমে। সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে একে অপরকে ধাওয়া দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষের ফলে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল ৫টা ৪০ এর দিকেও থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিকেলে ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুনেছি এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা আহত কাউকে পাইনি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ শান্ত রয়েছে।’

এর আগে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যুবদল নেতা এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত আট কাউন্সিলর প্রার্থী। আবেদনকারীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)  নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন। আবেদনকারীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান সেগুন, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আক্তার হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন আয়নাল, ৪৬ নম্বর ওয়ার্ডের আরিফুর রহমান আরিফ, ৪৭ নম্বর ওয়ার্ডের মোতালেব হোসেন রতন, ৫০ নম্বর ওয়ার্ডের দেওয়ান মোহাম্মাদ নাজিম উদ্দিন, সংরক্ষিত ৫২, ৫৩ ও ৫৪ ওয়ার্ডের সোহেলী পারভীন শিখা এবং সংরক্ষিত ৪৯, ৫০ ও ৫১ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লুৎফা খানম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com