বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় বৃষ্টি কামনা করে ইসতেস্কার নামাজ আদায় নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি পিরোজপুরে প্রতিপক্ষের হামলা কলেজ ছাত্রের মৃত্যু আগামী বছর ৭০ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেয়া হবে : ধর্মমন্ত্রী ১১ বছর ধরে সাক্ষ্যগ্রহণেই ঘুরপাক খাচ্ছে রানা প্লাজা ট্র্যাজেডি খিলগাঁও থেকে শিশু পর্নোগ্রাফির অভিযোগে সাহিত্যিক টিপু কিবরিয়াকে দুই সহযোগীসহ গ্রেপ্তার চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়লেও দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া : মেয়র শেখ ফজলে নূর তাপস মিয়ানমার থেকে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

চট্টগ্রামে করোনা ভাইরাস নতুন করে ১০৮ জন পজেটিভ শনাক্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪.১০ পিএম
  • ৬৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার সর্বশেষ রিপোর্টে নতুন করে ১০৮ জন পজেটিভ শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে এ রিপোর্ট প্রকাশ কালে সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন দের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
রিপোর্টে জানা যায়, সরকারি-বেসরকারি মিলিয়ে চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজারের একটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন ১০৮ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৯৭৬ জন।
ল্যাব ভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, এদিন সবচেয়ে বেশি (৩০৩টি) নমুনা পরীক্ষা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। এরমধ্যে ১২ জনের দেহে সংক্রমণের প্রমাণ মেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৪টি নমুনার মধ্যে ৩৪ টিকে পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৩ নমুনা পরীক্ষায় ১৯টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ৭ জন পজেটিভ হন।
বেসরকারি দু’টি ল্যাব ইম্পেরিয়াল হাসপাতালে ১০৪ জনের নমুনায় ১৯ জন এবং শেভরনে ৪৭ জনের নমুনায় ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা হলেও কোনটিতে করোনার অস্তিত্ব মেলেনি।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৮০৬ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ১০৮ জনের দেহে। এর মধ্যে নগরীর ৮৮ জনএবং বিভিন্ন উপজেলার ২০ জন।
উপজেলা পর্যায়ে করোনায় আক্রান্ত নতুন ২০ জনের মধ্যে হাটহাজারীর ৭ জন, ফটিকছড়ির ৬জন, সাতকানিয়াও চন্দনাইশের ২ জন করে এবং পটিয়া, রাউজান ও মিরসরাইয়ের ১ জন করে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com